
টি,এম,এ হাসান, সিরাজগঞ্জ: | সোমবার, ০৫ জুলাই ২০২১ | প্রিন্ট
অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করলেন- এসপি
করোনাকালে শুরু থেকেই সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে বাংলাদেশ পুলিশ। সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। সোমবার (৫ জুলাই) সকালে পুলিশ সুপার কার্যালয়ের সামনে অসহায় ৮ টি পরিবারের মাঝে ছাগল তুলে দেন পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম। এসপি হাসিবুল আলম বলেন, করোনাকালে সিরাজগঞ্জ পুলিশ অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তার পাশাপাশি মানুষের জীবিকামুখী কর্মকান্ড চলমান রাখতে এই ছাগল বিতরণ কর্মসূচির আয়োজন করেছে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শরাফাত ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) ইমরান রহমান ও সিরাজগঞ্জের বিভিন্ন থানায় কর্মরত ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Posted ৫:৪৮ অপরাহ্ণ | সোমবার, ০৫ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।