অনলাইন ডেস্ক | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২০ | পড়া হয়েছে 537 বার
(অজিত বণিক)
মানবিকতার নির্দয় দাবানলে জ্বলছে মনুষ্যপুরীর
অকৃত্রিম সভ্যতার নীল জমিন,
তিলে তিলে নিবিড় হতে নিঃশেষ প্রলয় অনলে
পুড়ে ছাই ভস্ম হয় সতীর দেহ চিতা,
সভ্যতার অসহিষ্ণু উন্মাদ নৃপংশুক কুলাঙ্গার
সত্য চেতনার নিষ্কলুষ পুজার বেদীতে দাঁড়িয়ে
করছে মূত্র গাহন,
বুকফাটা নীরব কান্নার অশ্রু বৃষ্টির জমাট মেঘ অজাত
ভঙ্গুর উলঙ্গ পাষাণে মাথা ঠোকে রক্ত ঝড়ায়,
অশান্ত আঁধার রাজ্যের বর্বর আবাহন মা রূপী
নারীর শরীরে ফেলে লুলুপ দৃষ্টির আঁচড়,
মহাউৎসবে দলবেঁধে হিংস্র হায়েনারা মহাভোজের
উল্লাস নৃত্য করে বোনের অস্তি মাংসের রসাস্বাদনে,
নরখাদক পিচাশ প্রেতাত্মার হামলে পড়া অশ্লীল
যন্ত্রনার আবেশ ছড়ায় সভ্যতার সুনীল কোলাহলে,
বিবস্ত্র নারীর এক চিলতে শরীর দেখার উন্মত্ত বাসনার
দৃষ্টি বিষাক্ত বাতাসে ছড়ায় নির্লজ্জ সমাজের প্রান্তরে,
ক্ষীণ হয় বিলাপের স্বর, অনিমেষ দৃষ্টি মিলায় দুর্গন্ধ
মাটির গহীন অন্ধকারে,
কেহ নেই কোথাও রাজ্যসভার রুদ্ধদ্বার আসরে,
ফিরে আসে কান্নার প্রতিধ্বনী দূরান্ত হতে বারংবার,
নারী আমি বিদগ্ধ আঙ্গিনার মহিয়সি বিরাঙ্গনা,
নিঃশেষ হয় অহংকার ভোগের আধার হতে
বিকৃত আলিঙ্গনের অকুলীন সভ্যতায়।।
কবি’র রচনা কাল: ০৫/১০/২০২০ খ্রি.
প্রকাশ সম্পাদনা: শান্ত বণিক
বাংলাদেশ সময়: ৯:২০ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel