• শিরোনাম

    অবৈধ পশুরহাটে বাধা দেওয়ায় পুলিশকে মারধর, আওয়ামীলীগ নেতাসহ আটক৫

     সিরাজগঞ্জ প্রতিনিধি : | শনিবার, ১৭ জুলাই ২০২১ | পড়া হয়েছে 92 বার

    apps

    সিরাজগঞ্জের তাড়াশে সরকারি নির্দেশনা উপেক্ষা করে অনুমোদহীনভাবে কোরবানির পশুর হাট বসাতে বাধা দেওয়ায় পুলিশকে মারপিটের ঘটনা ঘটেছে। বারুহাস ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ ইজারাদারদের দ্বারা এই ঘটনা সংগঠিত হয়েছে মর্মে মামলা ও আটকও হয়েছে। এঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে সরকারী কাজে বাধা প্রদান ও পুলিশকে মারধর করার অপরাধে শুক্রবার দিবাগত রাতেই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ ৫ জনকে আটক করেছেন তাড়াশ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস বাজারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায়, নুরনবী নামে একজন পুলিশের এসআই’র সাথে কয়েকজন ব্যক্তি তর্কাতর্কির এক পর্যায়ে ধাক্কা দিয়ে পশুর হাট থেকে বের করে দেওয়ার চেষ্টা করছেন। ওসি ফজলে আশিক জানান, বারুহাস হাটের ইজারাদার ও ওই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা শুক্রবার সরকারী নির্দেশ অমান্য করে বারুহাস বাজার এলাকায় অনুমোদনহীন কোরবানির পশুর হাট বসান। এতে পুলিশ বাধা দিলে হাটের ইজারাদার মাসুদ রানা তার চার সহযোগী ঝন্টু, রাসেল, আব্দুল হান্নান ও আবু হাসনাত বাবুসহ অজ্ঞাতরা পুলিশের উপর হামলা চালান ও মারধর করেন। এ অপরাধে তাড়াশ থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে তাদের নিজ-নিজ বাড়ি থেকে এদের ৫জনকে আটক করেন। ওসি মো. ফজলে আশিক আরও বলেন, অনুমোদনহীন অবৈধ হাটে পুলিশ তাদের পেশাগত কাজে গেলে সরকারী কাজে বাধা দেওয়ায় তাদের বিরুদ্ধে উপ-পরিদর্শক সুভাষ চন্দ্র বিশ্বাস বাদি হয়ে ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছেন। সেই অনুযায়ী আসামীদের আটক করে শনিবার (১৭ জুলাই) সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

    বাংলাদেশ সময়: ২:১৬ অপরাহ্ণ | শনিবার, ১৭ জুলাই ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ