
নিজস্ব প্রতিবেদক: | বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ | প্রিন্ট
আজ অফিসার্স ফোরাম রায়পুরা নরসিংদী (অফোরান) এর পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোঃ তৌহিদ হোসেন মহোদয় এর সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ,যোগাযোগ মন্ত্রণালয়; জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, অতিরিক্ত সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়; জনাব মোর্শেদা আক্তার, যুগ্ন সচিব, শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয়; অধ্যাপক ডক্টর জসিম উদ্দিন , শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়; জনাব মোঃ সোলায়মান মিয়া, এডিসি, বাংলাদেশ পুলিশ ; জনাব মোঃ আসাদুল হক, যুগ্ন পরিচালক, বাংলাদেশ ব্যাংক; জনাব ডাঃ ইমরান সরকার, সহকারি অধ্যাপক (নিউরোলজি), ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসাইন্স ও হাসপাতাল; জনাব ডাঃ মোঃ নুরুজ্জামান, গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ, পিজি হাসপাতাল এবং আশরাফুল ইসলাম চঞ্চল , সিনিয়র প্রিন্সিপাল অফিসার, রূপালী ব্যাংক পিএলসি, মতিঝিল, ঢাকা। অফোরান এর পক্ষ থেকে রায়পুরা উপজেলার অবহেলিত চরাঞ্চলের যোগাযোগ ব্যাবস্থা উন্নয়নের জন্য উপদেষ্টা মহোদয় এর দাবি জানানো হয়।
উপদেষ্টা মহোদয় আন্তরিকতার সহিত সকলের আলোচনা শুনেন এবং চরাঞ্চলের বিশেষ করে মির্জারচর ও চরমধুয়া ইউনিয়ন এর যোগাযোগ ব্যাবস্থা উন্নয়নের জন্য কাজ করবেন পাশাপাশি রায়পুরা উপজেলার শ্রীরামপুর রেলগেট থেকে ভৈরব পর্যন্ত রাস্তাটি যেন দ্রুত করানো যায় সেই বিষয়ে সড়ক ও মহাসড়ক বিভাগ এর আলোচনা করবেন বলে সবাইকে আশ্বস্ত করেন।
Posted ৫:৩৯ অপরাহ্ণ | বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।