
ফারহানা ইয়াসমিন | বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
কখন কে হাসে,
কখন কে ফাঁসে?
যায়না বলা সহজে!
কে থাকবে ভালো,
কার কখন অন্তিম শয্যা?
বেঁচে থাকবার নেই কোন বাটখারা।
থাকুক না সে অট্টালিকায়,
থাকুক না সে আস্তাকুড়ে,
অর্থকরী হতে পারে না শান্তির ঠিকানা।
পৃথিবীতে ছুটছে সবাই,
ভালো থাকবার নিয়মে।
দিন যায়, বয়স যায়,
তবুও পায়না কেউ, সুখের দেখা?
অস্থির এই পৃথিবীতে,
সবাই যেন দিশেহারা।
জীবন যাকে আঁকড়ে ধরে,
সেই হয়ে যায় অচেনা।
ফুরায় আলো, ফুরায় বেলা,
সবকিছুতে অনিশ্চয়তা!
তবুও সবাই এই পৃথিবীটাকে,
বড্ড বাসে ভালো!
Posted ১২:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।