শনিবার ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

>>

অনির্বাচিত সরকার দিয়ে দেশ বেশী দিন চলতে পারেনা -খায়রুল কবির খোকন

শরীয়তপুর প্রতিনিধি   |   শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট

অনির্বাচিত সরকার দিয়ে দেশ বেশী দিন চলতে পারেনা -খায়রুল কবির খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়েছে। কিন্তু এখনও চুড়ান্ত বিজয় হয়নি।

গণতন্ত্র ফিরে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই গণঅভ্যুত্থান আমাদের আন্দোলনের ফসল, তাই শহীদের রক্ত বৃথা যেতে দিবো না। একজন্য ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরিযে আনতে হবে। অনির্বাচিত সরকার দিয়ে দেশ বেশী দিন চলতে পারেনা। তাই দ্রুত নির্বাচন দিতে হবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার পন্ডিতসার উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম অ্যাডভোকেট জামাল শরীফ হিরু স্মতি পরিষদের আয়োজিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মরহুম অ্যাডভোকেট জামাল শরীফ হিরুর শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, হিরু ভাই ১০০ তে ১০০ বিএনপির খাটি নেতৃত্ব। তাঁর ত্যাগ আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। স্বৈরাচারী এরশাদ ও হাসিনা বিরোধী আন্দোলনে হিরু ভাইয়ের অবদান স্মরণীয়। তাই দলীয় নেতাকর্মীদের হিরু ভাই মতো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শিক কর্মী হতে হবে।

ঢাকসু’র সাবেক এই জিএস বলেন, জনগণ যাকে ভোট দিবে তারাই ক্ষমতায় আসবে। তাই কেউ দল করেত বা নির্বাচন করতে চাইলে সরকার থেকে পদত্যাগ করে করতে পারে; তাতে স্বাগতম জানাবো। কিন্ত ক্ষমতায় থেকে অতীতের মতো দানব সরকার হতে চাইলে জনগণ তা মানবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দলকে সংগঠিত করে এগিয়ে যেতে হবে। আর ত্যাগীরা যেন মুল্যায়িত হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে।

মরহুম অ্যাডভোকেট জামাল শরীফ হিরুর সহধর্মিনী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শামিমা জামাল সাথী হিরুর সভাপতিত্বে শোকসভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু, সদস্য অ্যাডভোকেট তাহমিনা আওরঙ্গ, কৃষক দলের সহ-সভাপতি কর্ণেল (অব.) এসএম ফয়সাল।
এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৮:০৬ অপরাহ্ণ | শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins