
বিশেষ প্রতিনিধিঃ | মঙ্গলবার, ১৩ মে ২০২৫ | প্রিন্ট
১২ ই মে একতারা ২০০০ এর এক ঘোষণায় জানানো হয়েছে যে, আগামী ৩১ মে ধারাবাহিক ওয়েব সিরিজ “ঢেউ” এর মহরত অনুষ্ঠিত হবে। একতারা২০০০এর প্রযোজনায় নির্মিত ঢেউ দেশের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী অভিনয় করবেন বলে জানা গেছে।
এই প্রসঙ্গে পরিচালক নাসিমুল ইসলাম নাসিম বলেছেন এটা একটা ডকুমেন্টারি ফিল্ম। চলতে চলতে দেখতে দেখতে এই ধারাবাহিক ওয়েব সিরিজ ঢেউ এর গল্প তৈরি হবে। তিনি আরো জানান পর্ব অনুযায়ী বিভিন্ন চরিত্রে দেশের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী গন অভিনয় করবেন। গল্প টা কেন ঢেউ, উত্তরে তিনি বলেন, আমাদের জীবন একটা ঢেউ এর মতো। কোন কোন ঢেউ তীরে এসে আছড়ে পড়ে আবার কোন কোন ঢেউ তীরে আসার আগেই সাগরে মিসে যায়। জীবনের সকল স্বপ্ন পূরণ হয় না, কোন কোন স্বপ্ন পূরণ হওয়ার আগেই জীবন শেষ হয়ে যায়, কোন কোন স্বপ্ন পূরণ করে জীবন শেষ হয়ে যায়। চলার পথে স্বপ্ন নিয়ে মানুষ পৃথিবীতে পথ চলে। চলার পথেই একসময় সেই স্বপ্ন হারিয়ে যায়।
নরসিংদী জেলার রায়পুরা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এই ঢেউ এর মহরত অনুষ্ঠানের আয়োজন কেন জানতে চাওয়া হলে একতারা২০০০ এর পরিচালক আমিনুল ইসলাম আমিন জানান, এই গল্পটা মূলতঃ গ্রামের লোক কাহিনী বা এই দেশের ইতিহাস ঐতিহ্য প্রকৃতি কে প্রাধান্য দেয়া হয়েছে। অন্য এক প্রশ্নের জবাবে দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী ও উপস্থাপক ও একতারা ফাউন্ডেশন এর সিনিয়র ভাইস চেয়ারম্যান রবিন আহমেদ জানান অনলাইনে এই ঢেউ এর সম্প্রচার কেন, উত্তরে তিনি বলেন বর্তমান সময়ে সবাই অনলাইনে বেশি উপস্থিতি থাকে। তাই আমরা অনেক প্রত্যাশা নিয়ে এই ওয়েব সিরিজ কে এগিয়ে নিতে চাই। ঢেউ এর মহরত অনুষ্ঠানে রায়পুরা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অনুষ্ঠিত হবে ৩১ শে মে ২০২৫ইং।
ঘোষণা পত্রে ঢেউ এর বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে অতিথি লিঃ, মেঘনা জেনারেল হাসপাতাল, দৈনিক বাংলার নবকন্ঠ, লিভিং আর্ট, আরিয়ান ডটকম, আইরিশ টেলিফিল্ম ও একতারা ফাউন্ডেশন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
জানা যায়, ঢেউ এর শুটিং দেশের বিভিন্ন স্থানে, বিভিন্ন গল্পে চিত্রায়ন করা হবে। অনলাইন প্লাটফর্ম চ্যানেল একতারা, আইরিশ টেলিফিল্ম ও ঢেউ টিভি তে একসাথে প্রচার করা হবে। ঢেউ এর মহরত ও এর প্রচার প্রচারণায় একতারা পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছেন একতারা ফাউন্ডেশন এর সিনিয়র ভাইস চেয়ারম্যান কে এম সবুজ, উপদেষ্টা রূপা আহমেদ সহ একতারা পরিবারের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ। এছাড়াও ঢেউ এর বিভিন্ন চরিত্রে একতারা পরিবারের অনেকেই অভিনয় করার সুযোগ রয়েছে বলে জানা গেছে।
Posted ১১:২৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ মে ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।