অনলাইন ডেস্ক | শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০ | পড়া হয়েছে 194 বার
(ইসলাম সাইফুল)
আমি ও বিমর্ষ হই
তোমার মত
মধ্য রাতে জানালা খুলে দেখি
আধ টুকরো চাঁদ কাঁদছে ।
তার সোনালী অস্রু তে ভেসে যাচ্ছে
বনানী ও মেঘের পাহাড়
দুরে কোথাও ডেকে উঠে তক্ষক!
আমি বুকের পাঁজর একটা একটা খুলি । তারপর খুলে ফেলি হৃদপিন্ড।
রক্তে ভেসে যায় মেঝে ।
নদীতে স্রোতে রক্ত মেশে !
আমি অদ্ভুত ভাবে তাকিয়ে দেখি
হৃদয়ের অলিন্দে তুমি কাদছো একাকি।
তোমার জল রক্তে মেশে
আমার ঘাম আর রক্ত
প্রেম ও জিজ্ঞাসা
একসাথে প্রশ্ন করে
এই দুরারোগ্য জোছনা
কতক্ষণ থাকবে আজ ।
আমি জানি হৃদয়ের ক্লান্তি
কখন শেষ হবে !
অদ্ভুত দুরারোগ্য প্রেমে
তোমার চোখের জলে
স্নান সেরে উঠে আসে
বেদনার নীল তিমি
প্রতিটি আত্মহত্যার পিছনেই থাকে
অদ্ভুত ভালবাসার হাতছানি ।।
বাংলাদেশ সময়: ১২:৩০ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel