
মঞ্জুরুল ইসলাম | রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
গত ১৯/০২/২০২২ইং শনিবার সন্ধ্যা ৭ টায় অমর একুশে গ্রন্থমেলার গ্রন্থ উন্মোচন মঞ্চে জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব কবি ইসলাম সাইফুল এর কাব্যগ্রন্থ “চলে এসো সন্ধ্যায়” গ্রন্থের মোড়ক উন্মোচন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে.এম খালিদ এমপি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বাকসুর সাবেক নির্বাচিত ভিপি কৃষিবিদ ফায়েজুল করিম, এ্যাডভোকেট মশিউর মালেক, সভাপতি ও প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু ফাউন্ডেশন, গ্লোবাল হেলথ কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ্যাডভোকেট সফিকুল আলম সফিক, দৈনিক বাংলার নবকণ্ঠের সম্পাদক ও প্রকাশক লায়ন রুমাজ্জল হোসেন রুবেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বেলাল আহমেদ ভূঁইয়া অনিক, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. জসিম উদ্দিন, মানবাধিকার সংগঠক জি.এম শওকত, চিত্র নায়িকা শাহানুর, কবি ইসলাম সাইফুলের সহধর্মিনী নুসরাত সুলতানা সহ উপস্থিত ছিলেন বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গ। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, সাহিত্য কাব্য চর্চায় কবি ইসলাম সাইফুলের লেখা কাব্যগ্রন্থ “চলে এসো সন্ধ্যায়” তরুন প্রজন্মের হৃদয়ে দেশপ্রেম ভ্রাতৃত্ববোধের চর্চা জাগরিত করবে। তিনি কাব্য চর্চার মাধ্যমে তরুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আর্দশ ও দেশপ্রেম তুলে ধরার আহ্বান জানান। বিশেষ অতিথি যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন বলেন, কবি ইসলাম সাইফুল সরকারের একজন অতিরিক্ত সচিব, সরকারি চাকুরির পাশাপাশি তিনি ইতিপূর্বেও “কপোতাক্ষীর সাথে আধেক প্রেম”, “নোনাজলে ধুয়ে দেখি অন্যছবি গোপনে গোপনে” আজকে মোড়ক উন্মোচন হচ্ছে “চলে এসো সন্ধ্যায়” এই কাব্যগ্রন্থগুলো প্রকাশের মাধ্যমে মানুষের মধ্যে প্রেম, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ, আন্তরিকতার প্রতিচ্ছবি তুলে ধরেছেন। তিনি কবি ইসলাম সাইফুলের ধারাবাহিক কাব্য চর্চার সাফল্য কামনা করেন। অমর একুশে বই মেলার হাওলাদার প্রকাশনীতে স্টল নং-৩৩৭,৩৩৮,৩৩৯ এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন স্টল নং ৭১০,৭১১ তে বইগুলো পাওয়া যাচ্ছে।
Posted ৯:৫৮ অপরাহ্ণ | রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।