| শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০ | প্রিন্ট
হে পথিক যুবা
(অজিত বণিক)
এগিয়ে যাও হে পথিক যুবা—-
সামনে তোমার জীবনের উত্তরাধিকার,
খুঁজে নাও উন্মুক্ত জ্ঞানের বিশ্ব পরিক্রমা,
দোর্দণ্ড প্রতাপে সমুখের ব্যর্থ প্রাচীরে আঘাত
হানো; দেখো ভেঙ্গেচুরে হয়ে যাবে চুরমার।
নীল আকাশে চোখ মেলো অসীম সীমায়,
ঘুরে ঘুরে প্রশান্তির নিঃশ্বাস টান বুকে,
মনের সুপ্ত নদীর মোহনায় ভাসাও
স্বপ্নের ময়ূরপঙ্খী নাও।
ওঠো তুমি আড়মোড়া ভেঙ্গে, করো প্রভাত ফেরী;
তোমার সাজানো পুষ্প কুঞ্জে নিজেকে কর রঞ্জিত।
জাগো হে পথিক জীবনের জয়গানে,
জীবন বাদের উল্লাসে কর মুক্তির আন্দোলন;
শত ঝঞ্ঝার আবর্তে নিষ্পেষিতের অশ্রুজল
মুছে দাও নিজের পোশাক ছিন্ন করে।
হে রুদ্র সৈনিক——-
হৃদয়ে তোমার অতন্দ্র মানবতার দৃপ্ত চেতনা;
বিজয়ের মহা আকাঙ্ক্ষা শাশ্বত অন্তরে;
সন্মুখে অগ্ৰগামী হও বিনয়ী বিপ্লবে।
তোমার শক্তির উদ্দামতায় বীরত্বের অহংকারে
চলো এগিয়ে;
তুমি দুর্নিবার, মহাশক্তির বিজয় উল্লাস,
তুমি যৌবনের চির বিস্ময়,
এগিয়ে চলো অসীমতায় সগৌরব মহিমায়।।
-সমাপ্ত।
কবি’র রচনাকাল: তারিখ: ০৯/১১/২০২০
প্রকাশ: শান্ত বণিক
Posted ৯:১২ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।